গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত উইনার গ্রুপ অব কোম্পানী লিমিটেড এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান. উইনার ফার্স্ট সিকিউরিটি কোম্পানী লিমিটেড. (যাহার গর্ভমেন্ট রেজিঃ নং-সি-১৬৬১২৩) মার্কেটিং অফিসার পদে কিছু সংখক লোক নেওয়া হবে, আগ্রহী প্রার্থীগনকে জরুরী ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল,
• পদের নামঃ মার্কেটিং অফিসার (পুরুষ এবং মহিলা)
• পদ সংখ্যাঃ ৩০জন
• বেতন + ভাতাঃ আলোচনা সাপেক্ষে
• শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচ.এস.সি পাশ
• বয়সঃ নূন্যতম ২২ বছর
• চাকরীর ধরনঃ ফুল টাইম
• চাকরীর টাইমঃ ১০ এম থেকে ৬ পিএম, (সপ্তাহ ৬ দিন)এবং সমস্ত সরকারী ছুটির দিন- ছুটি থাকিবে
• দুই ঈদে-ঈদ বোনাস দেওয়া হয়
প্রয়োজনীয় কাগজপত্র-
• ১. সিভি/বায়োডাটা ১ কপি
• ২. শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি
• ৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
• প্রার্থীকে নূন্যতম ১-২ বছরের মার্কেটিং এ চাকরীর অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। ফ্রেশাররা আবেদন করতে পারবে।
• বিস্তারিত জানার জন্য কল করুন Apply-তে ক্লিক করে উক্ত নম্বরে।
বিঃদ্রঃ অত্র কোম্পানীতে চাকরীর জন্য ফরম ফিল-আপ কিংবা জামানত বাবদ কোন প্রকার টাকা-পয়সা নেওয়া হয় না।
আগ্রহী প্রার্থীরাগণকে স্ব-শরীরে নিম্নক্ত ঠিকানায় উপরে উল্লিখিত কাগজ পত্র সহ ০৪-১০-২০২১ইং থেকে ১০-১০-২০২১ইং তারিখের মধ্যে সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল।
যোগাযোগের ঠিকানা: এয়ারপোর্ট সংলগ্ন ৪৪, কাওলার উত্তর পাড়া, বারেক মোল্লা শাহী জামে মসজিদ রোড, দক্ষিণখান, ঢাকা-১২২৯।
facebook.com/winnerfscltd, Website: www.winnerfirstsecurity.com
Post a Comment
0 Comments