Type Here to Get Search Results !

ads 4

এডমিন অফিসার (মহিলা) JOBS IN BANGLADESH DHAKA

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত উইনার গ্রুপ অব কোম্পানী লিঃ’এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান উইনার ফার্স্ট সিকিউরিটি কোম্পানী লিঃ, (যাহার গভমেন্ট রেজিঃ নং: সি-১৬৬১২৩)’এ অফিস স্ট্যাফ পদে কিছু সংখ্যাক লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

 পদের নাম: এডমিন অফিসার (মহিলা)।

 বেতনা: ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা।

 শিক্ষাগত যোগ্যতা: নিম্নতম এইচ.এস.সি পাশ।

 চাকরীর ধরন: ফুল-টাইম।

 চাকরীর টাইমঃ ১০ এম থেকে ৬ পিএম

 প্রয়োজনীয় কাগজপত্র-

১. সিভি/বায়োডাটা ১ কপি।

২. শিক্ষগত যোগ্যতা সার্টিফিকেটের ফটোকপি।

৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪. বিস্তারিত জানার জন্য কল করুন Apply-তে ক্লিক করে উক্ত নম্বরে।

বিঃদ্রঃ অত্র কোম্পানীতে চাকরীর জন্য ফরম ফিল-আপ কিংবা জামানত বাবদ কোন প্রকার টাকা-পয়সা নেওয়া হয় না।

আগ্রহী প্রার্থীরাগণকে স্ব-শরীরে নিম্নক্ত ঠিকানায় উপরে উল্লিখিত কাগজ পত্র সহ ০৪-১০-২০২১ইং থেকে ১০-১০-২০২১ইং তারিখের মধ্যে সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল।

যোগাযোগের ঠিকানা: এয়ারপোর্ট সংলগ্ন ৪৪, কাওলার উত্তর পাড়া, বারেক মোল্লা শাহী জামে মসজিদ রোড, দক্ষিণখান, ঢাকা-১২২৯।

facebook.com/winnerfscltd, Website: www.winnerfirstsecurity.com



Call employer
Call উইনার ফার্স্ট সিকিউরিটি কোম্পানি লিমিটেড to apply
01323145858

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ads6

ads 7