অফিসিয়াল কাজ পরিচালনার জন্যে এবং কল সেন্টারে ক্লাইন্টদের ফোন রিসিভ করে কথা বলার জন্যে রিসিপশনিস্ট আবশ্যক।
আগ্রহী প্রার্থীগনকে দ্রুত যোগাযোগ করার জন্যে বলা হচ্ছে।
কোম্পানির নামঃ এপেক্স লিফট এন্ড প্রপার্টি ম্যানেজমেন্ট
কর্মস্থলঃঢাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি/এইচ এস সি
বেতনঃ১২,০০০ - ১৫,০০০ টাকা।
দায়িত্বসমূহঃ আলোচনা সাপেক্ষ।
সুবিধা সমূহঃ-
- প্রত্যেক মাসের ৫-৭ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয়।
- সাপ্তাহিক ছুটি ১ দিন।
- হাজিরা বোনাস এবং চিকিৎসা ভাতার ব্যবস্থা আছে।
- বিশেষ প্রয়োজন এ ছুটির ব্যবস্থা আছে।
- ২ ঈদে বোনাস দেওয়া হয়।
⭕প্রয়োজনীয় কাগজপত্রঃ
★ ভোটার আইডি কার্ড / জন্মসনদের ফটোকপি।
★ পাসপোর্ট সাইজ ছবি।
★ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটর ফটোকপি।
★আগ্রহী প্রার্থীগন ফোন করে যোগাযোগ করতে Apply তে ক্লিক করুন★
বসুন্ধরা, বনানী, গুলশান, বাড্ডা, রামপুরা, বনশ্রী প্রাথীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অফিস ঠিকানাঃ যমুনা ফিউচার পার্ক সংলগ্ন, ৭-ক বসুন্ধরা রোড মেইনগেট , কেএফসি, কাচ্চি ভাই , স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর এর নিকটে, তালহা মেডিকেল সেন্টার এর সাথে বিল্ডিং,বসুন্ধরা। প্রয়োজনে ফোন নাম্বারে কল করে সহযোগিতা নিতে পারেন ,ধন্যবাদ।
call NOW
Post a Comment
0 Comments